কলকাতা পুরভোটে বাইরে থেকে লোক আনছে তৃণমূল- অভিযোগ সুকান্তর, পাল্টা দিলেন ফিরহাদ

Spread the love

রবিবারই কলকাতার পুরভোট। শুক্রবার চলছে শেষ মুহূর্তের প্রচার। তাঁর ফাঁকেই তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ করলেন, ভোটের জন্য বহিরাগতদের কলকাতায় আনছে তৃণমূল। পালটা দিয়েছেন ফিরহাদ হাকিম।

মাঝে মাত্র একদিন। রবিবারই কলকাতার পুরভোট। ভাগ্য নির্ধারিত হবে প্রার্থীদের। শুক্রবারই শেষ প্রচার। তাই এদিন সকাল থেকেই নিজের এলাকায় জনসংযোগ সারছেন প্রার্থীরা। সঙ্গে রয়েছেন দলের নেতা-কর্মীরা। এদিন কলকাতায় পুরভোটের প্রচার করেন সুকান্ত মজুমদার। সেখান থেকেই তিনি বলেন, “কলকাতায় ভোটের জন্য বহিরাগতদের আনা হচ্ছে। গতকাল রাতে কলকাতা থেকে নেতা-কর্মীরা যাওয়ার সময় দেখেছেন ডানকুনি থেকে প্রচুর লোক আনা হয়েছে।”

যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি মন্ত্রী তথা কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফিরহাদ হাকিমের। শুক্রবার প্রচারের মাঝে তিনি বলেন, “এখানে বহিরাগতদের আনার কোনও প্রয়োজন পড়ে না। আমার সঙ্গে যারা রয়েছেন তারাও প্রত্যেকে চেতলার মানুষ। সুকান্তবাবুরা অনেক কিছুই বলবেন। কিন্তু এর কোনও প্রভাব পড়বে না। গোটা বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে।”

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলায় এসেছিলেন প্রচারের জন্য। সেই সময় তাঁদের বহিরাগত বলে তোপ দেগেছিল তৃণমূল। পাশাপাশি গেরুয়া শিবিরের বিরুদ্ধে বহিরাগতদের এনে ভোটে জেতার চেষ্টার অভিযোগ করেছিল ঘাসফুল শিবির। এবার একই অভিযোগে বিদ্ধ শাসকদল। যদিও বিজেপির অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*