লাগাতার দু’দিন জিজ্ঞাসাবাদ পর আজ ফের সুকন্যাকে তলব ইডির

Spread the love

পরপর দু’দিন জিজ্ঞাসাবাদের পরও সন্তুষ্ট নয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি)। তাই আজ ফের অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করল ইডি। শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ দিল্লিতে ইডির দফতরে পৌঁছে যান সুকন্যা। তাঁর মুখে ছিল কালো মাস্ক। এইনিয়ে পরপর তিনবার ইডি কর্তাদের মুখোমুখি হলেন সুকন্যা। জানা গেছে, অনুব্রত মণ্ডলের চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও আজ তলব করেছে ইডি।

প্রথম দিন সায়গাল হোসেনের মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি সূত্রে খবর প্রাথমিক শিক্ষিকা হয়ে সুকন্যা মণ্ডলের কাছে বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এল। তাঁর নামে থাকা বিপুল পরিমাণ সম্পত্তিরই বা উৎস কী ,এই সব বিষয় নিয়েই সুকন্যাকে আজ ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর। অন্যদিকে আজ মণীশ কোঠারির মুখোমুখি সুকন্যাকে বসানো হতে পারে বলে খবর।

ইডি’র তরফে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিসে ২৭ অক্টোবর দিল্লিতে তলব করা হয়েছিল। কিন্তু বান্ধবীর চিকিৎসা করাতে তিনি ভিনরাজ্যে থাকায় হাজিরা দিতে পারবেন না বলে ইডিকে জানিয়েছিলেন। এরপর বুধবার তিনি ইডির দফতরে হাজিরা দেন। প্রায় আটঘণ্টা জেরার পর সওয়া ছ’টা নাগাদ ইডির দফতর থেকে বেরোন সুকন্যা।এরপর বৃহস্পতিবারও প্রায় ৬ ঘণ্টা তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালায় ইডি আধিকারিকরা। এরপর শুক্রবার ফের সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*