গরুপাচার মামলার তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এসেছে লটারি যোগের তথ্য। মামলায় জড়িত সন্দেহে ধৃত অনুব্রত মণ্ডলের কোটি টাকার লটারি জেতার তদন্তে নেমে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের লটারি জেতার তথ্য পেয়েছে CBI। সূত্রের খবর, অনুব্রত-কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুবার লটারির টাকা ঢুকেছে। যার পরিমাণ প্রায় ৫১ লক্ষ টাকা।
সিবিআইয়ের দাবি, ২০১৯-এ অনুব্রতর অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা লটারির পুরস্কার মূল্য ঢুকেছে। বারবার একই পরিবারের সদস্যরা কীভাবে লটারি পাচ্ছেন- তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে। গত সপ্তাহে বোলপুরে লটারির দোকানে হানা দেন তদন্তকারীরা। একাধিক লটারির টিকিট বিক্রেতাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সুকন্যার অ্যাকাউন্টেও লটারির টাকা ঢোকে। একবার ২৫ লক্ষ টাকা, আরেক বার ২৬ লক্ষ টাকা ঢোকে। আগে আরও কখনও অনুব্রতর অ্যাকাউন্টে লটারির টাকা ঢোকে কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
Be the first to comment