চিরন্তন ব্যানার্জি:-
দু’বার লালবাজারের তলবে সারা না দেওয়ায় গ্রেফতারই আশঙ্কায় এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের অনুমতিতে মামলা দায়ের করা হয়। সম্ভবত মঙ্গলবারই মামলাটির শুনানি রয়েছে।
আরজি কর কাণ্ড নিয়ে বেশ কিছুদিন ধরেই স্যোশাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক বলেও দাবি করেন তিনি। এরপরই আরজি কর-কাণ্ড এবং তার তদন্ত সংক্রান্ত ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে সুখেন্দুকে ডেকে পাঠানো হয়েছিল লালবাজারে। কিন্তু সুখেন্দু সেই তলবে সাড়া দেননি। রবিবার বিকেলে লালবাজারে ডেকে পাঠানো হয়েছিল তৃণমূল সাংসদকে। সূত্র মারফত জানা যায়, তিনি না আসায় তাঁকে আবার তলব করা হয়েছে। ঘনিষ্ঠমহল সূত্রে খবর, এরপরই তিনি আশঙ্কা করেন তাঁকে গ্রেফতার করতে পারে কলকাতা পুলিশ, তারপরই আজ সকালে আদলতের দ্বারস্থ হন তিনি।
Be the first to comment