বুধবার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানে চড়লেন নির্মলা সীতারামন। এদিন রাজস্থানের যোধপুরে বায়ুসেনার ঘাঁটি থেকে বিমানে চড়লেন দেশের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী। এদিন পাইলটের পোশাক পরে ককপিটের পিছনের সিটে বসেন বছর ৫৮-এর নির্মলা।
প্রসঙ্গত, কয়েকদিন আগেও বায়ুসেনার মিগ-২৯ বিমানে চড়েন তিনি। আর এবার প্রতিরক্ষামন্ত্রী চড়লেন বায়ুসেনার প্রথম সারির সুখোই-৩০ যুদ্ধবিমানে। এদিন ৩০ মিনিট সফর করেন তিনি। উড়ানের খুঁটিনাটি সম্পর্কেও জানানো হয় প্রতিরক্ষামন্ত্রীকে। বিমানে চড়ার পর এদিন তিনি বলেন, এটা আমি আজ পরিষ্কার ভাবে বুঝলাম যে প্রতিরক্ষার কর্মীরা কতটা প্রস্তুত হয়ে, কষ্ট করে, সদাসর্বদা প্রস্তুত হয়ে সঠিক সময়ে পরিস্থিতির সামাল দেয়। এই অভিজ্ঞতা অর্জন করে আমি অত্যন্ত খুশী। পাশাপাশি মঙ্গলবারের সফর যে স্মরণীয় তাও বলতে ভোলেননি প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।
Be the first to comment