বিধানসভার ডেপুটি স্পিকার হলেন ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদা

Spread the love

পূর্ব সিদ্ধান্ত মতোই বিধানসভার ডেপুটি স্পিকার হলেন ঝাড়গ্রামের তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদা। ডেপুটি স্পিকার পদে সব বিরোধীদলের বিধায়করাই সুকুমার হাঁসদাকে সমর্থন করেন।

শুক্রবার, বিধানসভায় বিরোধী দলনেতা আবদুল মান্নান, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নতুন ডেপুটি স্পিকারের প্রশংসা করেন৷ ২০১১ থেকেই ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফার সরকারে ছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী৷ দ্বিতীয়বার তাঁকে অবশ্য আর মন্ত্রী করা হয়নি।

তবে, দল, মত নির্বিশেষে সব মানুষের সঙ্গেই চিকিৎসক নেতার সুসম্পর্ক রয়েছে৷ তবে, রাজনৈতিক মহলের মতে, জঙ্গলমহলে এবার পঞ্চায়েত নির্বাচনে ফল ভালো হয়নি শাসকদলের৷ পদ্মপ্রভাব চোখে পড়েছে যথেষ্ট। এই পরিস্থিতি একজন আদিবাসী নেতাকে বিধানসভার সর্বোচ্চ কাজে এনে মুখ্যমন্ত্রীর সদর্থক বার্তা দিতে চেয়েছেন বলেই মত তাঁদের। তবে, সব বিষয়ে সরকারের সমালোচনা করা বিরোধীরাও অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*