আদালতে স্বস্তি নয় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে হাজিরা দিয়েছেন সুমিত। কেন্দ্রীয় সংস্থা যখন তাঁকে নোটিস পাঠিয়েছিল, তখনই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে যাতে কোনও কড়া পদক্ষেপ না করা হয়, তার আবেদন জানান।
সোমবার একদিকে যখন তিনি ইডি দফতরে হাজিরা দিয়েছেন, অন্যদিকে, কলকাতা হাইকোর্টে তাঁর এই আবেদনের শুনানি ছিল। তবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাঁর আর্জি খারিজ করে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার উল্লেখ টেনে সুমিত রক্ষাকবচ চান, সেই আর্জিতে এখনই সাড়া নয় সিঙ্গল বেঞ্চের। বিচারপতি জানিয়ে দেন, ভবিষ্যতে কড়া পদক্ষেপ করলে, আসতে পারেন সুমিত। ৪ ডিসেম্বর শুনানি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ দু’পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
এদিনের শুনানিতে সুমিত রায়ের রক্ষাকবচের আবেদন জানানো হয়। সুমিতের আইনজীবী জীষ্ণু সাহা আদালতে জানান, এর আগে কয়লা মামলায় তদন্তে সুমিত রায়ের রক্ষাকবচ আছে। এই মামলাতে ফের সমন করা হয়েছে। এক্ষেত্রেও তাঁর রক্ষাকবচের আবেদন করা হয়।
Be the first to comment