শুরু গরমের দাবদাহ, তাপমাত্রা বেড়ে কত হবে? জানালো হাওয়া অফিস!

Spread the love

সবে পড়েছে মার্চ। তারমধ্যেই হাঁসফাঁস করতে হচ্ছে গরমে। বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে বাড়ছে তাপমাত্রা। সকাল দশটা এগারোটার পর বাইরে বেরোলে তো আর উপায় নেই। মাথার উপর খাঁ-খাঁ করছে চড়া রোদ। অথচ গত সপ্তাহেও আকাশ ছিল কালো মেঘে ঢাকা। বৃষ্টিতে ভিজতে হয়েছিল। উত্তরবঙ্গে শিলাবৃষ্টি পর্যন্ত হয়েছিল। আর সেই সপ্তাহ কাটতে না কাটতেই এবার আবার গরম।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকে ধীরে-ধীরে বাড়বে তাপমাত্রা। দু’দিন পর অর্থাৎ বুধবার পয়ঁত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছতে পারে। বাড়বে সূর্যের তেজ। নাজেহাল অবস্থা হতে পারে গরমে। তবে এই মুহুর্তে স্বস্তির কোনও সম্ভবনা দেখাতে পারেনি হাওয়া অফিস। মূল বিষয় এই সপ্তাহে বৃষ্টির সেইরকম কোনও সম্ভবনা এখনও পর্যন্ত নেই। আকাশ থাকবে পরিষ্কার। গতকাল পর্যন্ত সবোর্চ্চ তাপমাত্রা ছিল ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই তাপমাত্রাই আগামী দুথেকে তিনদিনে পৌঁছবে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। ধীরে-ধীরে নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করে শ্রীলঙ্কা উপকূল পেরিয়ে অন্ধ্র উপকূলের দিকে এগোতে থাকবে। এখন এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর অর্থাৎ চেন্নাই উপকূল থেকে ২৭০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে। আস্তে-আস্তে সেটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ পশ্চিম উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। ফলত উত্তর-পশ্চিম ভারতের পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। গতকাল রাতেই একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে এবং পরবর্তী পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে ৮ ই মার্চ মঙ্গলবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*