দু’জন সুন্দরবন কর্মকর্তার গ্রীন অ্যাওয়ার্ড

Spread the love

কলকাতা আন্তর্জাতিক বন্যপ্রাণী ও পরিবেশ ফিল্ম ফেস্টিভাল (KIWEFF) কর্তৃপক্ষ সুন্দরবনে কাজ করা দুই সরকারি কর্মকর্তাকে যৌথভাবে “গোল্ডেন টাইগার বেস্ট গ্রীন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাওয়ার্ড” প্রদান করেছে। এই দুই কর্মকর্তা হলেন সুন্দরবনস বায়োস্ফেয়ার রিজার্ভ ডাইরেক্টর এস কুলনদীভল এবং সুন্দরবন টাইগার রিজার্ভের ফিল্ড ডাইরেক্টর নিলঞ্জন মল্লিক।
KIWEFF এর ডাইরেক্টর আদিত্য লাল মুখোপাধ্যায় জানান, এটি বন্যজীবন ও পরিবেশে বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে জনসাধারণের সচেতনতা তৈরির জন্য আমাদের প্রচেষ্টা। এই অংশে স্ক্রীনিং ছায়াছবি ছাড়াও আমরা এমন মানুষকে সম্মান করি যারা বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে জড়িত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*