বুলবুলের দাপটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, ধান, পান, শাক সব্জি, বিদ্যুতের খুঁটি, তারসহ হাজার হাজার বিভিন্ন প্রজাতির গাছ। ক্ষতিগ্রস্ত হয় ম্যানগ্রোভ বনভূমির। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রশাসনিক বৈঠকে নির্দেশ দেন সকল ক্ষতিগ্রস্তদের সমস্ত সরকারি সুবিধা দিতে। এবং তৎপর ভাবে বৃক্ষরোপণের কাজ করতেও নির্দেশ দেন তিনি।
এই নির্দেশ পাওয়ার পরেই স্থানীয় প্রশাসন ম্যানগ্রোভ বনভূমি ক্ষতিগ্রস্ত অঞ্চলে ম্যানগ্রোভ গাছ লাগানোর কাজ শুরু করল। পাশাপাশি লাগানো হচ্ছে বিভিন্ন প্রজাতির ফল ও কাঠের গাছ.= বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে নারকেল ও তাল গাছের চারাও রোপণ করা হচ্ছে। ১০০ দিনের কাজের অন্তর্গত মহিলা উপভোক্তাদের সমস্ত ক্ষতিগ্রস্ত ব্লকে বৃক্ষ রোপণের কাজে ব্যবহার করা হচ্ছে।
Be the first to comment