পাঁচ রাজ্যে ভোটপর্বের মাঝেই মেয়াদ শেষ হবে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরার। ২০২১-এর ১৩ এপ্রিল তাঁর ৬৫ বছর পূর্ণ হওয়ার কথা। এখনও পর্যন্ত সুনীল আরোরার মেয়াদ বৃদ্ধি নিয়ে কিছু শোনা যায়নি।
সূত্রের খবর, তা নিয়ে আলোচনা চলছে। যদি তেমনটা না হয় সেক্ষেত্রে ভোট পর্বের মাঝেই নতুন মুখ্য নির্বাচন কমিশনারকে আনা হতে পারে। নাম উঠে আসছে সুশীল চন্দ্রর। বর্তমানে তিনি নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন।
২০১৮ সালের ২ ডিসেম্বর দেশের নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার পদে বসেন সুনীল আরোরা। তাঁর উপস্থিতিতেই ‘১৯-এর লোকসভা ভোট দেখেছে বঙ্গবাসী। কড়া নজরদারিতে ভোট সামলানোর রেকর্ড তাঁর রয়েছে। এরইমধ্যে চার রাজ্য, এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের আবহে তাঁর অবসর নেওয়ার কথা।
সূত্রের খবর, সুনীল আরোরার মেয়াদ বৃদ্ধি নিয়ে আলোচনা চললেও তা বৃদ্ধির সম্ভাবনা ক্ষীণ। তেমনটা হলে ভোট চলাকালীনই হয়তো অবসর নেবেন তিনি। যদিও নির্বাচন কমিশন ভোট চলাকালীন মুখ্য নির্বাচন কমিশনার বদল নিয়ে খুব একটা চিন্তিত নয়। উল্টে কমিশন সূত্রে খবর, গোটা বিষয়টি তারা খুব স্বাভাবিক প্রক্রিয়া হিসাবেই দেখছে। একজন অবসর নেবেন, তাঁর জায়গায় অন্য একজন আসবেন, এটাই দস্তুর—মানছে তারা। ফলে সুনীল আরোরার অবসর নেওয়ার সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ব্যহত হওয়ার কোনও সম্পর্কই নেই। তবে ভোটের মাঝেই নতুন মুখ্য নির্বাচন কমিশনার পদে কেউ বসেন কি না সেটাও দেখার।
Be the first to comment