সোমবার গারুলিয়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া সুনীল সিং। গত ১৬ সেপ্টেম্বর গারুলিয়ার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূল কাউন্সিলররা। এ দিন তিনি পুরসভার এক্সিকিউটিভ অফিসারের হাতে পদত্যাগপত্র তুলে দিয়েছেন। এবং সংবাদমাধ্যমের সামনে সুনীল স্পষ্ট স্বীকার করে নিয়েছেন, তাঁর কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই এবং তাই তিনি পদত্যাগ করলেন।
গারুলিয়া পুরসভার মোট আসন সংখ্যা ২১। ২০১৫ সালে ভোটের পর এই পুরসভার সমীকরণ হয় তৃণমূল-২০ এবং বামফ্রন্ট-১। কিন্তু সুনীল বিজেপিতে যেতেই আরও ৬জন কাউন্সিলর যোগ দেন পদ্মশিবিরে। তারপর সমীকরণ দাঁড়ায় তৃণমূল-১৩, বিজেপি-৭ এবং বামফ্রন্ট-১। সংখ্যাগরিষ্ঠ না হলেও দাপটের জন্যই চেয়ারম্যান পদে থেকে গিয়েছিলেন সুনীল।
Be the first to comment