সুনীল মণ্ডলকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা কেন্দ্রের

Spread the love

এবার কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন সাংসদ সুনীল মণ্ডল। আজ কেন্দ্রের তরফে তাঁকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল। কয়েকদিন আগে কলকাতায় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল। এরপরই তিনি তিনি কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আবেদন করেন।

সুনীল মণ্ডল বর্ধমান-পূর্বের সাংসদ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের টিকিটে ভোটে জিতেছিলেন । ১৯ জানুয়ারি মেদিনীপুর কলেজ ময়দানে অমিত শাহর সভায় তিনি বিজেপিতে যোগ দেন।

বিজেপিতে যোগ দেওয়ার পর কয়েকদিন আগে হেস্টিং অফিসে বৈঠকে যোগ দিতে এসেছিলেন তিনি । কিন্তু সেখানে ঢোকার আগে তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। বিজেপি সূত্রে খবর, গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র। তিনিই সুনীল মণ্ডলের কেন্দ্রীয় নিরাপত্তার বিষয়টি তোলেন। পরে সুনীল মণ্ডলও কেন্দ্রের কাছে আবেদন করেন। সেই মতো তাঁকে নিরাপত্তা দেওয়া হল। তাঁর সঙ্গে ২৪ ঘণ্টা ১১ জন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী থাকবেন।

সুনীল মণ্ডল বলেন, তৃণমূল আমাকে টার্গেট করতে পারে। আমি নিরাপত্তা জন্য দলের কাছে আবেদন করেছিলাম। দল পদক্ষেপ করেছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ইতিমধ্যেই আমার বাড়িতে পৌছে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*