প্রয়াত সাহিত্যিকের নামে নামাঙ্কিত হতে চলেছে কলকাতার বিখ্যাত রাস্তা ৷ ম্যান্ডেভিল গার্ডেন্সের নাম পাল্টে রাখা হতে চলেছে কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় সরণি ৷ গড়িয়াহাট থেকে বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে ডান দিকে তাকালেই চোখে পড়বে ম্যান্ডেভিল গার্ডেন্স। এই এলাকারই রাস্তার নাম পরিবর্তনের সিদ্ধান্তে সিলমোহর দিলো কলকাতা পৌরনিগম। এবার থেকে ম্যান্ডেভিল গার্ডেন্স রাস্তার নাম ‘কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় সরণি’। যা নিয়ে স্বভাবতই খুশি সুনীল জায়া স্বাতী গঙ্গোপাধ্যায়। খুশি সাহিত্যিক মহলও।
মঙ্গলবার পৌর অধিবেশনে এই আবেদনেই সিলমোহর দেয় কলকাতা পৌরনিগম। এবিষয়ে মেয়র পারিষদ (রাস্তা) রতন দে জানান, সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে সম্মান জানাতে এই সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের। তাঁর বাড়ি এই রাস্তার উপরে হওয়ায় এই সিদ্ধান্ত। খুব দ্রুত সেখানে নতুন রাস্তার নামে হোর্ডিং লাগানো হবে।
পৌরনিগমের এই সিদ্ধান্তে খুশি সাহিত্যিক মহল। বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায় থেকে সুবোধ সরকার সকলেই।
Be the first to comment