
রোজদিন ডেস্ক, কলকাতা:- অবশেষে দীর্ঘ ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পর পৃথিবীর উদ্দেশে রওনা দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর। নাসার তথ্য অনুসারে, ভারতীয় সময় সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ মহাকাশ স্টেশন ছেড়ে যাত্রা শুরু করেছে ক্রিউ-৯। নাসার তরফে মহাকাশ স্টেশন থেকে মহাকাশযানটি বিচ্ছিন্ন হওয়ার একটি ভিডিও শেয়ার করা হয়েছে।
এলেন মাস্কের সংস্থা স্পেসএক্সের এই মহাকাশযান টানা ১৭ ঘণ্টার যাত্রাপথ পেরিয়ে পৃথিবীতে ফিরবে। নাসা সূত্রে খবর, ভারতীয় সময় বুধবার ভোর ৩টা ২৭ মিনিটা নাগাদ ফ্লোরিডার উপকূলে অবতরণ করবে মহাকাশযানটি। সুনীতা এবং বুচের সঙ্গে পৃথিবীতে ফিরছেন নাসার নিক হগ এবং রুশ নভশ্চর আলেকজান্ডার গর্বুনভ। রবিবার সকালে সুনীতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছেছিল স্পেসএক্সের ড্র্যাগন যান। তাতে ছিলেন আরও চার নভশ্চর। তাঁরা হলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। পৃথিবীর উদ্দেশে পাড়ি দেওয়ার আগে চার নভশ্চরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কাজ বুঝিয়ে দিয়েছেন সুনীতারা।
প্রসঙ্গত, গত বছরের জুনে আটদিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ উইলমোর। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় তাঁরা আর ফিরতে পারেনি। সুনীতাদের ছাড়াই পৃথিবীতে ফেরত আসে মহাকাশযানটি। সেই থেকেই তাঁদের ফিরে আসা বারবার পিছিয়ে এসেছে। পরবর্তীতে এলেন মাস্কের সংস্থা স্পেসএক্সের সঙ্গে হাত মিলিয়ে সুনীতাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয় নাসা। আটদিনের পরিবর্তে দীর্ঘ ৯ মাস ধরে তাঁরা আটকে ছিলেন মহাকাশেই। তবে অবশেষে পৃথিবীতে ফিরছেন তাঁরা। এদিন স্পেস স্টেশন ছেড়ে মর্ত্যের উদ্দেশ্যে আসার আগে শেষবার একটা ছবিও তুলে রাখলেন সুনীতারা। আর ফোটো তুলবেই না কেন বলুন! মাত্র ৮ দিনের জন্য গিয়ে যেখানে ৯ মাস থাকতে হল, সেই জায়গা কি অতো সহজে ভোলা যায়? তাই স্পেস স্টেশন ছাড়ার আগে শেষবার একটি ছবি তুলে রাখলেন সুনীতারা। সেটাই হয়ে থাকবে স্মৃতি।
যদিও এই প্রথমবার মহাকাশ যাননি সুনীতা বা উইলমোর কেউই। দীর্ঘদিন মহাকাশে থাকা, স্পেসওয়াক করার রেকর্ড রয়েছে তাঁদের। তবে, ৮ দিনের জন্য গিয়ে ৯ মাস আটকে থাকা তাঁদের দুজনের কাছেই প্রথম। সে ক্ষেত্রে বলা যায়, এবারের মিশন তাঁদের মনে আলাদা করে জায়গা করে নেবে। তাই মহাকাশ থেকে ফেরার আগে স্পেস স্টেশনে শেষ একটা ছবি তুলে রাখলেন সুনীতা, বুচেররা।
They’re on their way! #Crew9 undocked from the @Space_Station at 1:05am ET (0505 UTC). Reentry and splashdown coverage begins on X, YouTube, and NASA+ at 4:45pm ET (2145 UTC) this evening. pic.twitter.com/W3jcoEdjDG
— NASA (@NASA) March 18, 2025
Be the first to comment