ইতিহাস গড়লেন সুনীতা পারমার। তিনিই পাকিস্তানের নির্বাচনে প্রথম হিন্দু প্রার্থী। আগামি ২৫ জুলাই সাধারণ নির্বাচনে তিনি সিন্ধপ্রদেশ থেকে ভোটে দাঁড়াচ্ছেন। মেঘওয়ার সমাজের ৩১ বছরের সুনীতা থারপারকর জেলার একটি কেন্দ্র থেকে লড়বেন। ওই জেলাতেই সবথেকে বেশি হিন্দুদের বাস। ওই কেন্দ্রে মানুষদের উন্নয়নে বহু প্রতিশ্রুতি সত্ত্বেও আগেকার সরকার কোনও কাজ করেনি। তাই বাধ্য হয়েই তিনি ভোটে লড়ছেন। একবিংশ শতাব্দীতেও ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা এখানে নেই। নেই মেয়েদের শিক্ষার জন্য কোনও স্কুলও। এখন কোনও দিক থেকেই মেয়েরা পিছিয়ে নেই। তিনি জিতবেনই, আশাবাদী সুনীত। ২০১৭ সালের শেষ আদমসুমারি অনুযায়ী, থারপারকর জেলার মোট জনসংখ্যা ১০লাখ ৬০ হাজারের অর্ধেকই হিন্দু। এর আগে দলিত হিন্দু মহিলা কৃষ্ণাকুমারী কোহলি জাতীয় সিনেট গিয়েছিলেন। তবে তিনি পাকিস্তান পিপলস পার্টির মনোনীত সদস্য হিসেবেই গিয়েছিলেন, নির্বাচিত হয়ে নয়।
Be the first to comment