নতুন মাসের চারদিন হয়ে গেলেও মেলেনি বেতন। এই অভিযোগে শুক্রবার কোচবিহারের ঐতিহ্যশালী সুনীতি অ্যাকাডেমির শিক্ষিকারা স্কুলের ভিতরেই বিক্ষোভ দেখালেন।
তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার জন্যই ট্রেজারি থেকে বেতন পাওয়া যায়নি। প্রধান শিক্ষিকা তাঁদের কথা না শুনে বইমেলায় চলে গিয়েছেন। প্রধান শিক্ষিকা মণিদীপা নন্দী বিশ্বাস বলেন, যান্ত্রিক ত্রুটির জন্য কিছু সমস্যা হয়েছে। সব কাজ শেষ করেই তিনি বইমেলায় গিয়েছেন।
সুনীতি অ্যাকাডেমি রাজ্যের অন্যতম ঐতিহ্যশালী শিক্ষাপ্রতিষ্ঠান। তার বয়স ১০০-র বেশি। ব্রহ্মানন্দ কেশব সেনের কন্যা তথা কোচবিহারের মহারানি সুনীতি দেবী ওই স্কুলের প্রতিষ্ঠাতা। স্কুলের নামী ছাত্রীদের মধ্যে আছেন প্রাক্তন সাংসদ অপরাজিতা গোপ্পী, পার্বতী বাউল, অভিনেত্রী অঞ্জনা ভৌমিক প্রমুখ। সেই স্কুলে বকেয়া বেতনের দাবিতে শিক্ষিকারা আন্দোলনে নামায় চাঞ্চল্য ছড়িয়েছে নানা মহলে।
Be the first to comment