আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের নেতৃত্বে কেন উইলিয়ামসন

Spread the love

এবারের আইপিএলে ডেভিড ওয়ার্নারকে অধিনায়ক করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু তাঁকে বল টেম্পারিং-এর অভিযোগে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বছরের নির্বাসন দেয়, যার ফলে এবারের আইপিএল থেকেও তাঁকে নির্বাসিত করা হয়। তাঁর জায়গায় সানরাইজ হায়দ্রাবাদ বৃহস্পতিবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। আইপিএলে ২০১৮ সালের আসরে সানরাইজার্স হায়দ্রাবাদকে নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দলটির অধিনায়ক হওয়ার দৌড়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন ভারতের ওপেনার শিখর ধাওয়ান। শেষমেশ সানরাইজ হায়দ্রাবাদ ম্যানেজমেন্ট কেন উইলিয়ামসনকে অধিনায়ক নির্বাচন করে। শিখর ধাওয়ান যদি অধিনায়ক হতো তাহলে এই প্রথমবার ৮টি দলেরই অধিনায়ক হতো ভারতীয়রা।
অন্যদিকে, স্টিভ স্মিথকে অধিনায়ক করেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু স্টিভ স্মিথ নির্বাসিত হওয়ায় ভারতীয় ব্যাটসম্যান অজিঙ্কা রাহানেকে এবারের আসরের জন্য অধিনায়ক করেছে রাজস্থান রয়্যালস। আগামী ৭ এপ্রিল শুরু হবে আইপিএল এর ১১তম আসর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*