ছুটে আসছে ‘ হারিকেন’……

Spread the love

অমৃতা ঘোষ:-

এক ঝড়ে তোলপাড় হচ্ছে দেশ- দুনিয়া, তারই মাঝে প্রকৃতি ও যেনো আর চুপ করে থাকতে পারছেনা। প্রকৃতিও রুদ্র মূর্তি ধরতে চলছে।
দুর্দান্ত এক হারিকেন ছুটে আসছে সুদূর সমুদ্র থেকে। অসম্ভব শক্তিশালী হিসেবে আশঙ্কা করা হচ্ছে ঝড়টিকে। প্রকৃতির দিক থেকে সে হারিকেন-বর্গ ভুক্ত।
তাহলে কবে আসছে এই ঝড়? কতটাই বা শক্তিশালী?

অসম্ভব শক্তিশালী হিসেবে আশঙ্কা করা হচ্ছে একটি ঝড়। হাওয়াই দ্বীপপুঞ্জের কর্তৃপক্ষই প্রথম এই ঝড়টির বিষয়ে বাকি বিশ্বকে অবগত করেছে। এখনও পর্যন্ত নাম তার ‘গিলমা’। তবে, অন্য নামেও সে পরিচিত হতে পারে!

যে-নামেই পরিচিত হোক, এটি এলে ঘটবে ভয়ংকর তাণ্ডব। হাওয়াইয়ের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, গিলমা এখনও পর্যন্ত ক্যাটাগরি-২ বর্গভুক্ত।

এটি এখন হাওয়াইয়ের হিলো থেকে ২০৬০ মাইল পূর্ব-দক্ষিণপূর্বে বস্থান করছে। এবং ঘণ্টায় ৭ মাইল বেগে এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরছে।সাধারণত ট্রপিক্যাল স্টর্মের ফোর্স’ ঘণ্টায় ৩৯ মাইল থেকে ৭৩ মাইলের মধ্যেই ঘোরাফেরা করে। কিন্তু তা বেড়ে ১২৫ মাইল প্রতি ঘণ্টাও হতে পারে।

প্রকৃতির দিক থেকে এটি যদি ট্রপিক্যাল স্টর্মই থেকে যায় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরেই থাকে তখন এটির নাম হবে ‘হেক্টর’; তবে কোনও ভাবে যদি এটি মধ্য প্রশান্ত মহাসাগরে সরে যায়, তখন এর নাম হবে ‘হোন’!
তবে, ‘হেক্টর’, ‘হোন’ বা ‘গিলমা’– নাম যা-ই হোক পূর্বাভাস বলছে, আসন্ন ভয়ংকর এই ঝড় পরবর্তী ২৪ ঘণ্টায় বিপুল শক্তি সঞ্চয় করতে চলেছে। এবং এইভাবে আগামী বৃহস্পতিবারের মধ্যেই এটি ক্যাটেগরি-২ থেকে ক্যাটেগরি-৪ হারিকেনে রূপান্তরিত হবে! তখন কী ঘটবে? মহাপ্রলয়? মহা ধ্বংস? সময়ই বলবে!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*