আধার কার্ড নিয়ে মাইলফলক রায় সুপ্রিম কোর্টের। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বিচারপতি এ.কে সিক্রি, বিচারপতি এ.এম খানউইলকর, বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অশোক ভূষণের পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। বিভিন্ন পরিষেবা যেমন মোবাইলের সঙ্গে বা নতুন সিম কার্ড নিতে গেলেও আধার লিঙ্ক জরুরি নয় বলেই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। এ ছাড়া স্কুল-কলেজে ভর্তির ক্ষেত্রে কিংবা ইউজিসি, সিবিএসই, নিট প্রভৃতি পরীক্ষার ক্ষেত্রেও আধার জরুরি নয় বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এমনকী কোনও ভর্তুকি পাওয়ার ক্ষেত্রে বা সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমে আধার যুক্ত করতে না চাইলে থাকবে ‘এক্সিট’ অপশন।
কোনও বেসরকারি সংস্থা আধার সংক্রান্ত তথ্য চাইতে পারবে না বলেই জানিয়ে দিয়েছে বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। কোনও বেসরকারি সংস্থা যদি আধার সংক্রান্ত কোনও তথ্য চায়, তবে তা শাস্তিযোগ্য অপরাধ বলেই বিবেচনা করা হবে।
তবে আধারকে সাংবিধানিক বৈধতা দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার যাতে আধারের তথ্য নিরাপদ করার জন্য জরুরি আইন নিয়ে আসে, সে ব্যাপারে নির্দেশ দিয়েছে কোর্ট। প্যান সংযুক্তিকরণের ক্ষেত্রে আধার কার্ড জরুরি বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইকর প্রদানের ক্ষেত্রেও আধার বাধ্যতামূলক বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।
শীর্ষ আদালত আরও বলেছে, অবৈধ অনুপ্রবেশকারীরা আধার কার্ড পাবে না। অন্যদিকে বিচারপতি আরও বলেন, আধার কার্ড দেশের প্রান্তিক মানুষের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই যতটা সম্ভব আধারের তথ্য যাতে কোনও মতেই বাইরে না যায়, সেটা নিশ্চিত করা উচিত।
প্রসঙ্গত, আধার কার্ডকে বাধ্যতামূলক করার বিপক্ষে সুপ্রিম কোর্টে ২৭ টি আবেদন জমা পড়েছিল। সুপ্রিম কোর্টে আবেদনকারীদের বক্তব্য ছিল, এতে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ভঙ্গ করা হচ্ছে। আধার কার্ডের জন্য যে তথ্যগুলি দিতে হবে, তাও ফাঁস হয়ে যেতে পারে। অন্যদিকে সরকারের বক্তব্য ছিল, আধার কার্ডের প্রয়োজনীয় তথ্য সম্পূর্ণ নিরাপদ। ফাঁস হওয়ার ভয় নেই। এই কার্ডের সাহায্যে লক্ষ লক্ষ দরিদ্র মানুষের কাছে সরকারি প্রকল্পের সুফলগুলি পৌঁছে দেওয়া যাবে। মাঝপথে কেউ চুরি করলে ধরা পড়বে। টানা ৩৮ দিন ধরে তার ভিত্তিতে শুনানি হয়েছে। অবশেষে ফল ঘোষণা করল সুপ্রিম কোর্ট।
কোথায় আধার প্রয়োজন, কোথায় নয়, দেখে নিন এক নজরে-
১. PAN-এর ক্ষেত্রে আধার বাধ্যতামূলক।
২. ইউজিসি, নিট এবং সিবিএসই পরীক্ষার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। কোনও সংস্থাকে আদালতের অনুমতি ছাড়া বায়োমেট্রিক তথ্য আদানপ্রদান করা যাবে না।
৩. কোনও টেলিকম সংস্থা গ্রাহকের কাছে আধার তথ্য চাইতে পারবে না।
৪. স্কুলের ভর্তির ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়৷
৫. আয়কর প্রদানে আধার বাধ্যতামূলক বলে জানাল শীর্ষ আদালত।
৬. ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে আধার তথ্য লাগবে না।
৭. বেসরকারি প্রতিষ্ঠানকে তথ্য দেওয়াটা বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট করল শীর্ষ আদালত।
৮. নতুন সিম কার্ড নিতে গেলে আধার তথ্য লাগবে না।
Be the first to comment