পঞ্চায়েত মামলা নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে শুনানি হলেও পিছিয়ে গেল রায়দান। আগামি ৬ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি হবে। সেইদিনই রায় দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। কেন মনোনয়ন জমা দেওয়ার দিন একদিন বাড়িয়েও পরে তা প্রত্যাহার করে নিল কমিশন, এদিনও রাজ্য নির্বাচন কমিশনের কাছে তা নিয়ে বিচারপতিরা প্রশ্ন করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে প্রার্থীরা জয়ী হয়েছেন, তাঁদের তালিকা এদিন জমা দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার এই মামলার শুনানিতে কমিশনকে তীব্র ভর্ৎসনাও করেছিল শীর্ষ আদালত। বিভিন্ন পক্ষের পেশ করা তথ্য অনুযায়ী, জেলা পরিষদে ৮২৫, পঞ্চায়েত সমিতিতে ৯২১৭ এবং গ্রাম পঞ্চায়েতে ৪৮,৬৫০টি আসনের মধ্যে যথাক্রমে জেলা পরিষদের ২০৩ (২৪.৬১ শতাংশ), পঞ্চায়েত সমিতির ৩,০৯৬ (৩৩.৫৯ শতাংশ) এবং গ্রাম পঞ্চায়েতের ১৬,৮৬০টি (৩৪.৬৬ শতাংশ) আসনে নির্বাচনের প্রয়োজন হয়নি। ত্রিস্তর মিলিয়ে মোট ৫৮,৬৯২টি আসনের মধ্যে ২০,১৫৯টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন প্রার্থীরা
Be the first to comment