ওরাল সেক্স করতে বাধ্য করে স্বামী, কড়া ব্যবস্থার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী

Spread the love
বিয়ের মন্ত্রোচ্চারণ বা বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করে দেওয়ার মানেই এটা নয় যে, যৌনতার জন্য বিবাহিতা স্ত্রীকে সবসময় প্রস্তুত থাকতে হবে ৷ অর্থাৎ বিয়ে হয়ে গিয়েছে বলেই স্বামী যৌনমিলনের ইচ্ছায় সবসময় সম্মত হতে হবে স্ত্রীকে তার কোনও মানে নেই ৷ বৈবাহিক ধর্ষণ নিয়ে দায়ের হওয়া একটি মামলায় মঙ্গলবার এমনটাই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের ৷ তারই মাঝে ওরাল সেক্স করতে বাধ্য করে স্বামী বলে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ এক মহিলা ৷ চার বছরের বিবাহিত জীবনেই স্বামী এই কাজ করতে বাধ্য করছে বলে অভিযোগ জানিয়ে স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷
মহিলা জানিয়েছেন ২০১৪ সালে পেশায় ডাক্তার ওই ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয় ৷ বিয়ের পর থেকেই ওরাল সেক্স করার জন্য তাকে বাধ্য করত স্বামী ৷ তিনি বাধা দিলেও সেটা বুঝতে পারতেন না তার স্বামী ৷ এছাড়াও তাদের যৌন সঙ্গমের দৃশ্য ভিডিও রের্কড করে রাখতেন তার স্বামী ৷ ভিডিও দেখিয়ে ভয় দেখিয়ে তাকে ওরাল সেক্স করতে বাধ্য করা হত ৷ না মানলে তার উপর শারীরিক অত্যাচারও করা হত বলে অভিযোগ জানিয়েছেন ৷
মহিলার আইনজীবী পিটিশনে দাবি করেছে যে ওরাল সেক্স প্রকৃতির নিয়মের বাইরে গিয়ে যৌনসম্পর্ক স্থাপন ৷ এরপর এনভি রামানা ও এমএএম শান্তানাগৌদরের বেঞ্চ মহিলার স্বামীকে নোটিশ পাঠিয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*