সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল, পরবর্তী শুনানি ২৭ আগস্ট

Spread the love
সোমবার সুপ্রিম কোর্টে সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ বাতিল মামলার শুনানি পিছিয়ে গেল। তিন বিচারকের একজন অনুপস্থিতি থাকয় স্থগিত হল শুনানি। ফের শুনানি হবে ২৭ আগস্ট। সেদিন ঠিক হবে, মামলাটি পাঁচ সদস্যের বেঞ্চে পাঠানো হবে কিনা। শুক্রবার মামলাটির শুনানি স্থগিত রাখার আবেদন করেছে রাজ্য সরকার। তাদের ‌যুক্তি, রাজ্যের পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন আসন্ন। এই অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। রাজ্যপাল এনএন ভোরাও মামলার শুনানি স্থগিত রাখার আবেদন জানিয়েছেন। কেন্দ্ররে তরফে কোনও পাল্টা হলফনামা পেশ না করার সিদ্ধান্ত হয়েছে। এই অনুচ্ছেদের সমর্থনে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে ন্যাশনাল কন্ফারেন্স ও সিপিএম।
সংবিধানের ৩৫এ অনুচ্ছেদ অনু‌সারে কিছু বিশেষ সুবিধা পান কাশ্মীরের মানুষ। রাজ্যের বাইরের কেউ জম্মু ও কাশ্মীরের কোনও সম্পত্তি কিনতে পারেন না। কাশ্মীরের কোনও মহিলা রাজ্যের বাইরের কাউকে বিয়ে করলে তিনি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হন। ১৯৫৪ সালে এই অনুচ্ছেদটি সংবিধানে অর্ন্তভুক্ত হয়। রাজ্যে ১০ বছর রয়েছেন এমন সবাইকে রাজ্যের বাসিন্দা বলে গণ্য করা হবে। তাদের বিশেষ সার্টিফিকেট দেওয়া হয়, যার ভিত্তিতে তারা বিশেষ সুবিধা পেয়ে থাকেন।
সেইসব সুবিধা বাতিলের দাবি করে ২০১৪ সালে সুপ্রিম কোর্টে একটি মামলা করে উই দ্য সিটিজেন্স নামে বিশ্ব হিন্দু পরিষদ সমর্থক একটি সংগঠন। সেই মামলারই শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানওয়ালিকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। গত মে মাসে এই মামলার শুনানি স্থগিত করে দেয় সুপ্রিম কোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*