নিজের ভুলে দুর্ঘটনা ঘটলে গাড়ির জন্য কোনও বিমা দাবি করা যাবে না। এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। এই বিষয়ের একটি মামলার শুনানির সময় এই বক্তব্য পেশ করেছেন দেশের শীর্ষ আদালতের জাস্টিস এনভি রমন ও এস আব্দুল নাজিরের বেঞ্চ।
তাঁরা জানিয়েছেন, র্যাশ ড্রাইভিংয়ের ফলে যদি দুর্ঘটনা ঘটে তাহলে বিমা কোম্পানি কোনও ভাবেই দায়ী থাকে না। বরং দুর্ঘটনার সম্পূর্ণ দায় বর্তায় ওই ব্যক্তির উপর। অতএব বিমা পাওয়ার কোনও প্রশ্নই ওঠে না। তাই এ বার থেকে নিজের ভুল বা অবহেলায় দুর্ঘটনা ঘটলে কোনও বিমা দাবি করা যাবে না।
জানা গিয়েছে, ত্রিপুরায় গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। বিমা সংস্থার থেকে ১০ লক্ষ টাকার দাবি করেন ওই ব্যক্তির পরিবার। এই নিয়ে মামলাও হয় ত্রিপুরা হাইকোর্টে। তবে ওই ব্যক্তির পরিবারের কাছে মামলায় হেরে যায় ন্যাশনাল ইন্সিওরেন্স কোম্পানি। তবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে সুপ্রিম কোর্তে যায় ওই বিমা সংস্থা। ওই বিমা সংস্থার দাবি ছিল যেহেতু ব্যক্তির নিজের দোষে দুর্ঘটনা ঘটেছে তাই তাঁর পরিবারের ক্ষতি পূরণের টাকা দাবি করা অযৌক্তিক। বিমা কোম্পানির দাবিকেই সমর্থন জানায় দেশের শীর্ষ আদালত। এবং বলা হয়, নিজের ভুলে দুর্ঘটনা ঘটলে গাড়ির জন্য কোনও বিমা দাবি করা যাবে না।
Be the first to comment