আই অ্যাম হোয়াট আই অ্যাম। আমি যা আমি তাই। তুমি আমার ব্যাপারে নাক গলানোর কে হে? ১৮৬১ সালের ব্রিটিশ আইন কিন্তু মানুষের খুব ব্যক্তিগত জীবনেও নাক গলাত। তার মূল কথা হল, সমকামিতা প্রকৃতিবিরুদ্ধ। সুতরাং তা অপরাধ। তার শাস্তি ১০ বছরের জেল। সেই আইনটিই পরবর্তীকালে সেকশন ৩৭৭ নামে রয়ে গিয়েছিল ভারতের সংবিধানে। ২০১৩ সালে সুপ্রিম কোর্ট বলেছিল, আমরা এই আইনটি পরিবর্তন করতে পারি না। সেই কাজ করতে পারে পার্লামেন্ট ।
তার পরেই এলজিবিটি কমিউনিটি অর্থাৎ লেসবিয়ান, গে, বাই সেক্সুয়াল ও ট্রান্সজেন্ডারদের প্রতিনিধি হিসাবে পাঁচ বিশিষ্ট ব্যক্তি সুপ্রিম কোর্টে পুনরায় আবেদন করেন। তাঁরা চেয়েছিলেন,সুপ্রিম কোর্ট একবার সেকশন ৩৭৭ খতিয়ে দেখুক। পাঁচ বছর বাদে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এ সম্পর্কে রায় দিয়েছে।
প্রধান বিচারপতি বলেছেন, সমকামিতাকে অপরাধ বলা হয়েছে বলে এলজিবিটি কমিউনিটির মানুষজন সবসময় ভয়ে ভয়ে থাকেন। কিন্তু এখন থেকে সমকামিতা আর অপরাধ বলে গণ্য করা হবে না। দুই ব্যক্তি স্বেচ্ছায় সমকামিতায় লিপ্ত হলে কারও কিছু বলার নেই। তবে কেউ তার পছন্দের যৌনতা অপরের ওপরে চাপিয়ে দিতে পারবে না।
Be the first to comment