সুপ্রিম কোর্টের রায়ে আর অপরাধ নয় পরকীয়া

Spread the love
ব্যভিচারিতা অপরাধ নয় বরং ব্যাভিচারিতা নিয়ে দেশের বর্তমান আইনই অসাংবিধানিক। এই আইন বিবাহিত মহিলাকে স্বামীর সম্পত্তি ভাবে। তাঁর আত্মমর্যাদাকে স্বীকার করে না। ১৫৮ বছরের পুরনো সেই আইনই বাতিল করে দিয়ে ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট।
প্রধান বিচারপতি দীপক মিশ্র তাঁর রায়ে বলেছেন, কোনও বিবাহিত মহিলার সঙ্গে কোনও পুরুষ যৌন সংসর্গ করলে তা অপরাধের তালিকায় পড়বে না। ব্যভিচারিতা নিয়ে দেড়শো বছরের পুরনো ভিক্টোরিয়ান আইনকে যুক্তিহীন বলে বর্ণনা করেছেন।পরকীয়া নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য

১)  কোনও বিবাহিত নারীর সঙ্গে যৌন সংসর্গ করা মানে অপরাধ নয়।

২) পরকীয়া আইন ধরেই নেয় নারীপুরুষ পরষ্পরের প্রতি বিশ্বস্ত হবে। এটা আসলে মানুষের ব্যক্তিগত পরিসরে প্রবেশ করা।
৩) চার দেওয়ালের ঘেরাটোপে ব্যক্তিগত পরিসরে যা ঘটে, তাকে আর যাই হোক, অপরাধের তকমা দেওয়া যায় না। পুরুষ ও নারীর এ ক্ষেত্রে সমান ভূমিকা। তাই আইন কোনও লিঙ্গ বৈষম্য করতে পারে না।

৪) পুরুষ মানেই যে প্রলোভন দেখিয়ে সম্পর্ক তৈরি করবে, আর নারী মানেই পরিস্থিতির শিকার, এই রকম বিষয়টি আর নেই।

৫) সতীত্ব রক্ষার দায় কোনও মহিলার একার নয়। সেই দায় আছে তাঁর স্বামীরও।

৬) যে আইন নারী ও পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করে, তাকে সংবিধান মান্যতা দেবে না।
৭) যৌন স্বাধীনতা নারীর অধিকার। নারীর যৌন স্বাধীনতার সঙ্গে আপস করা যায় না। আপস করা হয় কারণ আমাদের সমাজ পিতৃতান্ত্রিক। কোনও রকম শর্ত তাঁর উপর আরোপ করা যায় না।

৮) স্বামীর গোচরে অন্য পুরুষের সঙ্গে যৌন সংসর্গ করলে সেটা অপরাধ নয়, এই মনোভাব অযৌক্তিক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*