বিক্ষোভের সময় কেউ মারা গেলে বা সরকারি-বেসরকারি সম্পত্তি নষ্ট হলে তার দায় নিতে হবে বিক্ষোভকারীদের নেতাদেরই। সুপ্রিম কোর্ট তাদের রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, নেতারা ব্যক্তিগতভাবে হিংসার শিকারদের ক্ষতিপূরণ করতে বাধ্য থাকবেন। সোমবার প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানউইলকর এবং বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ হিংসার দায় নেতাদের উপরেই চাপিয়েছেন। যারা হিংসায় উস্কানি দিয়েছেন, জনতাকে বিক্ষোভের নামে উত্তেজিত করেছেন তাদের দোষী করতে হবে। বিশেষ করে, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফিল্ম প্রদর্শনী বা শৈল্পিক প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে এই ব্যবস্থা নিতে হবে। নষ্ট সম্পত্তির জন্য করদাতা পয়সা দেবেন না। যারা যারা বিক্ষোভে অংশ নিয়েছে, তাদের প্রত্যেকের নামে অভিযোগ দায়ের করতে হবে। যাদের হাতেনাতে ধরা হবে তাদের সঙ্গে সঙ্গে গ্রেফতার করতে হবে। কোনও নেতা যদি থানায় হাজির না হন, তবে তাঁকে সন্দেহভাজন হিসেবে পলাতক আসামী বলে ঘোষণা করতে হবে।
Be the first to comment