রাফায়েলের বিস্তারিত হিসাব ১০ দিনের মধ্যে জমা দিতে হবে; মোদী সরকারকে নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট

Spread the love
বন্ধ খামের ভিতরে থাকবে বিস্তারিত হিসাব।  রাফায়েলের দাম স্থির হয়েছিল কীভাবে? শিল্পপতি অনিল আম্বানির সংস্থাই বা রাফায়েল চুক্তিতে জায়গা পেয়েছিল কেন? সেই হিসাব জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। বুধবার দেশের শীর্ষ আদালত মোদী সরকারকে এমনই নির্দেশ দিয়েছে।  প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, আগামী ১০ দিনের মধ্যে সিল করা খামটি জমা দিতে হবে।
সরকারের কৌঁসুলি বলেছিলেন, ওই চুক্তি সংসদে পেশ করা সম্ভব নয়। আগের সরকারও পেশ করেনি।  প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, তাহলে সব হিসাবপত্র বন্ধ খামের মধ্যে পুরে হলফনামা হিসাবে কোর্টে জমা দিন। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৪ নভেম্বর।
২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্যারিসে গিয়ে তৎকালীন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওল্যান্দের সঙ্গে রাফায়েল চুক্তি করেন। ৫৯ হাজার কোটি টাকায় ড্যাশুল্ট কোম্পানি থেকে ৩৬ টি জেট বিমান কেনার কথা হয়।  বিরোধীরা অভিযোগ করেন, ওই চুক্তিতে অনিল আম্বানির সংস্থাকে অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে।
বিরোধীদের সঙ্গে সুর মিলিয়ে বিজেপিরই দুই প্রাক্তন মন্ত্রী যশবন্ত সিনহা ও অরুণ শৌরি সুপ্রিম কোর্টে আবেদন করেন, অনিল আম্বানির সংস্থাকে কেন ড্যাশুল্ট কোম্পানির ভারতীয় অংশীদার হিসাবে বেছে নেওয়া হয়েছিল, খতিয়ে দেখা হোক। সেই আবেদনে সাড়া দিয়ে শীর্ষ আদালত বুধবার বন্ধ খামে হিসাব জমা দিতে বলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*