রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলায় ৫ বিচারপতির বেঞ্চ থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ইউ ইউ ললিত। গঠন করা হবে নতুন বেঞ্চ। বৃহস্পতিবার তাঁকে নিয়ে আপত্তি জানান আইনজীবী রাজীব ধাওয়ান। ২৯ জানুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে।
শুনানির জন্য ৮ জানুয়ারি প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠন করা হয়েছিল। প্রধান বিচারপতি ছাড়াও এই বেঞ্চে রয়েছেন বিচারপতি এস এ বৌবদে, বিচারপতি এন ভি রামানা, বিচারপতি ইউ ইউ ললিত ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার আবেদন শোনা হয়। কিন্তু, তা এক মিনিটের বেশি স্থায়ী হয়নি। আজ মামলার শুনানির দিন হিসেবে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর বেঞ্চ।
Be the first to comment