মঙ্গলবারই সিবিআইয়ের আবেদন শুনবে সুপ্রিম কোর্ট

Spread the love

রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি ও পুলিশ কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলো সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে চলা চিটফান্ড মামলার তদন্তে বাধাদানের অভিযোগ এনেছে তদন্তকারী সংস্থা। তবে এই শুনানি আগামীকাল হবে বলেই জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তিনি বলেন, যদি কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমার তথ্যপ্রমাণ নষ্ট করার কথা ভাবেন, তাহলে তা আজই আমাদের নজরে আনুন। কোনও প্রমাণ থাকলে সামনে আনুন। 

আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। সকাল সাড়ে ১০টায় মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। তবে সিবিআইয়ের তড়িঘড়ি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

এদিন সিবিআইয়ের তরফ থেকে প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয় যাতে পুলিশ কমিশনার রাজীব কুমার সিবিআইয়ের কাছে আত্মসমর্পণ করে। সিবিআইয়ের তরফে জানানো হয়, রাজীব কুমারকে একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও তিনি তদন্তে কোনও রকম সাহায্য করেননি। প্রমাণ লোপাট করার আশঙ্কা রয়েছে বলেও সুপ্রিম কোর্টে জানিয়েছে সিবিআই।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে রাজীব কুমারের বিষয়ে সিবিআইয়ের কাছে থাকা সমস্ত প্রমান নথি তুলে ধরা হবে। শুধু তাই নয়, একাধিক বার যে তাঁকে তলব করা সত্বেও তিনি আসেননি সেই চিঠির প্রতিলিপিও সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*