দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরের মানুষকে যেন হেনস্থা, সামাজিক বয়কট বা হামলার শিকার হতে না হয়। শুক্রবার কেন্দ্রসহ ১০টি রাজ্যকে এমনই নির্দেশ দিলো সুপ্রিম কোর্ট। রাজ্যগুলির মধ্যে রয়েছে, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড়, মেঘালয়, বিহার ও হরিয়ানা।
প্রসঙ্গত, পুলওয়ামা আত্মঘাতী জঙ্গি হামলায় ৪৫ জন জওয়ান শহিদ হন। তারপরই দেশের বিভিন্ন প্রান্তে কাশ্মীরিদের উপর হামলা চালানোর অভিযোগ উঠছে। তা নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানান অ্যাডভোকেট তারিক আদিব। আবেদনের সঙ্গে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়ের বিতর্কিত টুইটও তুলে ধরা হয়। এদিন শুনানি ছিল।
এদিন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, গণপিটুনি রুখতে যে সব পুলিশ অফিসারদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিল, তাঁরাই এই বিষয়টির দায়িত্ব পালন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রককে শীর্ষ আদালত নির্দেশ দেয়, নোডাল অফিসারদের যোগাযোগের বিস্তারিত তথ্য প্রচার করতে হবে।
Be the first to comment