করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ এবার হানা দিল দেশের সর্বোচ্চ আদালতে। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের ৫০ শতাংশ কর্মীর করোনা ধরা পড়েছে।যার জেরে তড়িঘড়ি বিচারপতিদের বাড়ি থেকেই কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই নোটিশে বলা হয়েছে, সোমবার সাড়ে ১০টার বেঞ্চের শুনানি এক ঘণ্টা পিছিয়ে সাড়ে ১১টায় হবে। একই ভাবে যে সব বেঞ্চের শুনানি ১১টায় ছিল, তাদের ১২টায় কাজ শুরু করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টে করোনার পরিস্থিতি সম্পর্কে এক বিচারপতি জানান, তাঁর বেশিরভাগ ক্লার্ক ও স্টাফই করোনা আক্রান্ত। এর আগে বেশ কয়েকজন বিচারপতিদের করোনা আক্রান্ত হলেও তাঁরা সেরে উঠেছেন।
Be the first to comment