সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৬টি আঞ্চলিক ভাষায় মামলার রায় দেখা গেলেও তাতে কেন সামিল নয় বাংলা ভাষা? এই প্রশ্ন তুলেই কেন্দ্রের বিরুদ্ধে একজোটে সরব হলেন রাজ্যের শাসক ও বিরোধীরা ৷ সাম্প্রতিক নির্দেশিকায় শীর্ষ আদালত জানায়, শুধু ইংরেজিতেই নয়, আরও ছয়টি ভাষায় মিলবে মামলার রায়। কিন্তু সেই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়নি বাংলাকে ৷ এরই প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছে বাম-কংগ্রেস ৷ এব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধীরা ৷ এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আইনমন্ত্রী মলয় ঘটক বিরোধী দলনেতা আবদুল মান্নানের সঙ্গে বৈঠকে বসেন ৷
উল্লেখ্য, এতদিনের নিয়ম বদলে ইংরেজি ছাড়াও অহমিয়া, হিন্দি, কন্নড়, মারাঠি, তেলুগু ও ওড়িয়া ভাষাতেও মিলবে শীর্ষ আদালতের রায় ৷ চলতি মাসের শেষে এই সুবিধা শুরু হওয়ার আগে বাংলাকে অন্তর্ভু্ক্ত করতে চাইছে এরাজ্যের শাসক ও বিরোধীরা ৷ অন্যদিকে, রাজ্যের নাম পরিবর্তন নিয়ে কেন্দ্রের ঢিলেমিতেও ক্ষুব্ধ রাজ্যের শাসক ও বিরোধী ৷ উঠছে বঞ্চনার অভিযোগ ৷ ফের আরও এক বিষয়ে কেন্দ্রের বাংলাকে গুরুত্ব না দেওয়ার উদাহরণ সামনে এলো ৷
Be the first to comment