বাড়তে চলেছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা। আগের সপ্তাহে এই সংক্রান্ত বিলটি সংসদে পাশ হয়। আর মঙ্গলবার সেই বিলে সি করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যার ফলে শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ছাড়া বিচারপতিদের সংখ্যা ৩০ থেকে বেড়ে ৩৩ হলো।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে আটকে থাকা মামলার সংখ্যা ৬০ হাজার। এরপরই বিচারপতির সংখ্যা দশ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রসঙ্গত এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এরপর সরকার এই বিষয়ে ভাবনা চিন্তা শুরু করে।
দেশ জুড়ে বিচারপতি ও বিচারকের অভাবের বিষয়ে এর আগেও মুখ খুলেছিলেন প্রধান বিচারপতি গগৈ। ৪ আগস্ট গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে প্রায় ৯০ লাখ দেওয়ানি মামলার মধ্যে ২০ লাখেরও বেশি মামলা তলব করার পর্যায়ে মুলতুবি রয়েছে। ২ কোটি ১০ লাখ ফৌজদারি মামলার ক্ষেত্রে সংখ্যাটা ১ কোটিরও বেশি। আর এই পরিস্থিতির মূল কারণ হিসাবে রঞ্জন গগৈ বিচারপতিদের শূন্যপদের প্রসঙ্গ তুলে বলেন, দেশজুড়ে হাইকোর্টগুলিতে ১০৭৯টি বিচারপতিদের পদের মধ্যে ৪০৩টি শূন্যপদ রয়েছে।
Be the first to comment