পঞ্চায়েত মামলায় সুপ্রিম কোর্ট বিজেপি ও সিপিএমকে হাইকোর্ট যাবার নির্দেশ দিলো। দুপুর ২টোয় সুপ্রিম কোর্টের শুনানি ছিলো। সেখানে সুপ্রিম কোর্ট বিজেপি ও সিপিএম দুজনকেই বলে হাইকোর্টের দ্বারস্থ হন। ওখানেই মনোনয়ন দাখিলের দিন বাড়ানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে।
গত সপ্তাহেই মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলো বিজেপি। সেই মামলা খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিলো পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও হস্তক্ষেপ করবে না সর্বোচ্চ আদালত। নির্দিষ্ট অভিযোগ থাকলে নির্বাচন কমিশনের কাছে জানাতে।
এদিকে, গত সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়সীমা একদিন বাড়ানোর কথা ঘোষণা করেও মঙ্গলবার সকালেই সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় রাজ্য নির্বাচন কমিশন। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। পাশাপাশি সিপিএমের তরফ থেকেও সর্বোচ্চ আদালতে মামলা করে আবেদন জানানো হয় গোটা নির্বাচন প্রক্রিয়াকেই পিছিয়ে দিতে। কিন্তু সুপ্রিম কোর্ট দুই পক্ষের আবেদনকেই সরাসরি খারিজ করে জানিয়ে দেয়, যেহেতু কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা চলছে তাই রাজ্য নির্বাচন কমিশন নিয়ে কোনও অভিযোগ থাকলে তারা যেন হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই সংক্রান্ত কোনও আবেদন মঞ্জুর করবে না সর্বোচ্চ আদালত।
Be the first to comment