২৪ ঘণ্টার মধ্যে আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস-এনসিপি-শিবসেনা

Spread the love

এবার রিসর্ট রাজনীতি শুরু হল মহারাষ্ট্রে ৷ ৩০ নভেম্বর বিধানসভা আস্থা ভোট ৷ তার আগে ৪৪ জন বিধায়ককে ভোপালের একটি রিসর্টে পাঠিয়ে দিলো কংগ্রেস ৷ যাতে কোনও ভাবেই এনসিপি নেতা অজিত পাওয়ারের শিবিরে বা বিজেপিতে চলে না যান বিধায়করা ৷ কংগ্রেসের উদ্বেগ, ঘোড়া কেনাবেচা এই বার শুরু হতে পারে আস্থা ভোটের আগে ৷ শনিবারই জাতীয় রাজনীতিকে চমকে দিয়ে অজিত পাওয়ার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ও দেবেন্দ্র ফড়নবীশ পুনরায় মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন ৷

অন্যদিকে, শরদ পাওয়ারের ডাকা বৈঠকে এনসিপি-র ৫৪ জন বিধায়কের মধ্যে ৫১ জন হাজির হয়েছেন ৷ তার জেরে চাপ বাড়তে পারে অজিত পাওয়ার ও ফড়বীশের ৷ সূত্রের খবর, একটি চার্টার্ড বিমানে ৪৪ জন কংগ্রেস বিধায়ককে পাঠিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশে ৷ বিধায়কদের আটকে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংকে ৷ বিধানসভায় আস্থা ভোটে যাতে বিধায়করা বিজেপি-র বিরুদ্ধে ভোট দেন, তার জন্য মরিয়া কংগ্রেস ৷

২৪ অক্টোবর মহারাষ্ট্রে ভোটের রেজাল্ট বেরনোর পরেই সব বিধায়ককে জয়পুরে নিয়ে গিয়ে রিসর্টে রেখেছিল কংগ্রেস ৷ কারণ, রাজস্থানে কংগ্রেস সরকার ৷ অশোক গেহলট মুখ্যমন্ত্রী ৷ শিবসেনা তাদের বিধায়কদের রেখেছে মুম্বইয়ের হোটেল ললিতে ৷ অন্যদিকে আস্থা ভোট আগামী ২৪ ঘণ্টার মধ্যে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানাল শিবসেনা, কংগ্রেস ও এনসিপি ৷ কংগ্রেস মনে করছে, আজ রাতেই সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে ৷

উল্লেখ্য গত বুধবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার ৷ তবে তাতে সরকার গঠন নিয়ে কোনও কথা হয়নি বলেই দাবি করে দুই দল ৷ মোদী ও পাওয়ারের বৈঠকের পরপরই তড়িঘড়ি শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের পক্ষে মত দেন সোনিয়া গান্ধী। তারপরই শুরু হয় সরকার গঠনের প্রক্রিয়া ৷ কিন্তু সেই সব প্রক্রিয়া ভেস্তে শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন দেবেন্দ্র ফড়নবীশ ৷ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি ৷
 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*