বুধবারই মহারাষ্ট্রে ফ্লোর টেস্ট

Spread the love

মহারাষ্ট্রের বহু প্রতীক্ষিত ফ্লোর টেস্ট আগামীকাল অর্থাৎ বুধবার হবে, জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়েছে, বুধবার বিকেল পাঁচটায় আস্থা ভোট হবে। যেখানে কোন গোপন ব্যালট ব্যবহার করা যাবে না। পাশাপাশি আদালত এও নির্দেশ দিয়েছে, ফ্লোর টেস্টের লাইভ টেলিকাস্ট বাধ্যতামূলক। এদিনের রায় ঘোষণার সময় আদালতের দুই নম্বর কক্ষে তিলধারণের জায়গা ছিল না। প্রোটেম স্পিকারের উপস্থিতিতে বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

সোমবার মহারাষ্ট্র মামলার শুনানি নিয়ে সরগরম ছিল সারা দেশ। রাজনৈতিক মহলের আশঙ্কা সত্যি করেই বিজেপিকে সমর্থনের চিঠি পেশ করেন অজিত পাওয়ার। সোমবার সকালে সুপ্রিম কোর্টে শুনানি পর্বে পরিষদীয় দলের নেতা হিসাবে অজিত পাওয়ারের চিঠি পেশ করেন সরকার পক্ষের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা।

প্রসঙ্গত, গত ২২ নভেম্বর বিজেপির সঙ্গে জোট হয়েছে এমন কথা জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। দেবেন্দ্র ফডণবীশ সরকার গড়ার ক্ষেত্রে তাঁর দলের ৫৪ জন বিধায়কের সম্মতি রয়েছে এমন কথাই জানিয়েছিলেন তিনি। সোমবার সুপ্রিম কোর্টে শুনানির শুরুতেই এই চিঠি পেশ করেন সরকার পক্ষের আইনজীবী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*