নির্ভয়া কান্ডে দোষী বিনয় শর্মার আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট

Spread the love

নির্ভয়া মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনয় শর্মার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল বিনয়। কিন্তু তা খারিজ করে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই খারিজকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যায় বিনয়।  

বিনয়ের আইনজীবী সুপ্রিম কোর্টে দাবি করে, সংশোধনাগারে থাকাকালীন অত্যাচার হয়েছে বিনয়ের উপর কিন্তু প্রাণভিক্ষার আর্জি খারিজের সময় বিনয়ের মানসিক অবস্থার কথা বিবেচনা করেননি রাষ্ট্রপতি। শুক্রবার বিনয় শর্মার আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। পাশপাশি জানিয়ে দেয়, মেডিকেল রিপোর্ট বলছে বিনয় মানসিকভাবে সুস্থ এবং তার শারীরিক অবস্থাও স্থিতিশীল।  

প্রথমে ২২ জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহূর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে ১ ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷ কিন্তু আবার পিছিয়ে যায় ফাঁসির দিন।  

২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক প্যারা মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ করে তাঁর যৌনাঙ্গে রড ঢুকিয়ে দেয় ছয় দুষ্কৃতী। তাদের মধ্যে একজন নাবালক হওয়ায় ২০১৫ সালেই ছাড়া পেয়ে যায়। রাম সিং নামে এক অভিযুক্তর বিচার চলাকালীন তিহার কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হয়। বাকি চার জন মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা ও অক্ষয় ঠাকুরকে ফাঁসির সাজা শোনানো হয়।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*