উপহার অগ্নিকাণ্ড মামলায় দোষীদের জেল হেপাজত বাড়ানোর আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এন ভি রামানা ও অরুণ মিশ্রর বেঞ্চ জানিয়ে দেয়, ক্ষতিগ্রস্তদের পরিবারের তরফে যে আবেদন করা হয়েছে তার কোনও ভিত্তি নেই।
প্রসঙ্গত, ১৯৯৭ সালে দক্ষিণ দিল্লির উপহার থিয়েটারে তখন বর্ডার সিনেমা চলছিল। সিনেমার জনপ্রিয়তা তুঙ্গে। তাই হাউজফুল ছিল সিনেমাহল। আর সেই সময় আগুন লাগে। ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়েছিল। ভিড়ের চাপে পদপৃষ্ট হয়ে আহত হয়েছিল শতাধিক। গাফিলতির অভিযোগ ওঠে সিনেমা হল কর্তৃপক্ষের বিরুদ্ধে। হলের মালিক সুশীল আনসাল ও গোপাল আনসাল নামে দুই ভাইয়ের জেল হয়।
পরে ক্ষতিগ্রস্তদের ৩০ কোটি করে জরিমানা দেওয়ার শর্তে ২০১৫ সালে জেল থেকে ছাড়া পায় তারা। তারপরই দোষীদের জেল হেপাজত বাড়ানোর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয় ক্ষতিগ্রস্থদের পরিবার। সেই মামলার আজ শুনানি চলছিল। সব কিছু শোনার পর কিউরেটিভ পিটিশন খারিজ করে দেয় আদালত। পাশাপাশি জানিয়ে দেয়, আমরা পুরো কিউরেটিভ পিটিশনটি পড়ে দেখেছি। তবে এর কোনও ভিত্তি নেই। তাই আবেদনটি খারিজ করা হল।
Be the first to comment