১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশিত হবে CBSE-র দ্বাদশ শ্রেণির ফলাফল। বাতিল হওয়া পরীক্ষাগুলির মূল্যায়ণ বোর্ড যে পদ্ধতি নেওয়ার প্রস্তাব করেছে, তাকে অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্ট। যে পরীক্ষাগুলি ইতোমধ্যেই হয়ে গিয়েছে, আর অন্তর্বর্তী মূল্যায়ণের মাধ্যমে বাকি থাকা পরীক্ষাগুলির ফলাফল তৈরি করবে CBSE।
দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি এখন অনুষ্ঠিত হবে না। পরে পরিস্থিতি বিচার করে কোনও তারিখে বোর্ড পরীক্ষার্থীদের পরীক্ষায় বসতে অনুমতি দেবে।
পরীক্ষার কন্ট্রোলার সান্যম ভরদ্বাজ সরকারি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘অন্তর্বর্তী মূল্যায়ণের ভিত্তিতে এখন ফলপ্রকাশ হবে। নিজেদের স্কোর আরও ভালো করার সুযোগ পাবে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা। পরে পরিস্থিতি ভালো হলে পরীক্ষায় বসতে পারে তারা। যে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেবে, তাদের সেই পরীক্ষার ফলই চূড়ান্ত স্কোর হিসেবে ধরা হবে।’ তিনি আরও জানান, ‘তবে দশম শ্রেণির পরীক্ষার্থীরা তাদের স্কোর বাড়ানোর সুযোগ পাবে না। বোর্ড তাদের যে ফল প্রকাশ করবে, সেটাই চূড়ান্ত হিসেবে গৃহীত হবে।’
ICSE বোর্ডও CBSE-র পথেই হাঁটবে বলে আদালতে জানিয়েছে। তাদের আইনজীবী জয়দ্বীপ গুপ্তা জানান, ‘CBSE-র অ্যাফিডেভিট দেখেছি। আমারদেরটাও প্রায় একই রকম। তবে আমাদের গড় নম্বর দেওয়ার ফর্মুলা CBSE-র মতো নয়।’
বৃহস্পতিবারও CBSE-র পদাঙ্ক অনুসরণ করে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্স্যামিনেশন বা CISCE। তারা জানায়, এ বছরের মতো বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেনির ICSE ও ISC-র বাকি থাকা পরীক্ষাগুলি, যেগুলি জুলাই মাসে হওয়ার কথা ছিল, তা বাতিল করে দেওয়া হচ্ছে।
CBSE পরীক্ষা সংক্রান্ত পিটিশনের শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। সেখানেই বৃহস্পতিবার CBSE জানায়,জুলাইয়ে হচ্ছে না তাদের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। বাতিল হচ্ছে দশম শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলিও। বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনার পর কেন্দ্র ও CBSE বোর্ডের তরফে সুপ্রিম কোর্টের বিচারপতি খানউইলকরের বেঞ্চকে এই তথ্য জানানো হয়।
এর আগে CBSE বোর্ড বিজ্ঞপ্তি জারি করে বলেছিল, দ্বাদশ শ্রেণির বাকি থাকা পরীক্ষাগুলি ১ জুলাই থেকে ১৫ জুলাইয়ের মধ্যে নেওয়া হবে। ওই বিজ্ঞপ্তি বাতিলের আবেদন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। পরীক্ষার্থীদের অভিভাবকদের একাংশ শীর্ষ আদালতে আর্জি জানায়, দেশজুড়ে COVID-পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষা গ্রহণের বিজ্ঞপ্তি বাতিল করা হোক। ভিডিয়ো কনফারেন্সের মারফত সেই মামলার শুনানি হয় এ দিন।
Be the first to comment