লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। একদিনে বিশ্বে রেকর্ড ৩.১৪ লক্ষ সংক্রমিত হয়েছে ভারতে। এই অবস্থায় অক্সিজেনের জোগান, অত্যাবশ্যকীয় পথ্য ও টিকাকরণের জন্য একটি জাতীয় পরিকল্পনা তৈরির জন্য কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
এর পাশাপাশি কোভিড-১৯ অতিমারির মোকাবিলায় হাইকোর্টের লকডাউন ঘোষণার ক্ষমতা রয়েছে কিনা, তা খতিয়ে দেখবে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, আমরা অক্সিজেন, অত্যবশ্যকীয় ওষুধ, টিককারণের পদ্ধতি ও কৌশল নিয়ে আমরা জানতে চাইছি। রাজ্যগুলির সঙ্গে লকআউট জারির ক্ষমতাও নিজেদের হাতে রাখতে চাইছি।
বেদান্তের আর একটি পৃথক মামলাতে প্রধান বিচারপতি বোবদের মতে, বর্তমান পরিস্থিতি জাতীয় জরুরি অবস্থার সমান। এ দিন কেন্দ্রকে নোটিস পাঠিয়েছে শীর্ষ আদালত। শুক্রবার মামলার পরবর্তী শুনানি।
উত্তরপ্রদেশের ৫টি শহরে লকডাউনের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট। মঙ্গলবার ওই রায়টি স্থগিত করে সুপ্রিম কোর্ট। এ দিন প্রধান বিচারপতি জানান, করোনা পরিস্থিতিতে দিল্লি, বম্বে, সিকিম, মধ্যপ্রদেশ, কলকাতা ও এলাহাবাদ হাইকোর্ট জনস্বার্থে বিচারবিভাগীয় ক্ষমতার প্রয়োগ করেছে। এই বিষয়টি স্বতঃপ্রণোদিতভাবে খতিয়ে দেখতে চাই আমরা। কারণ এতে বিভ্রান্তি ও ভিন্ন ধারণা তৈরি হচ্ছে।
Be the first to comment