করোনা ঢেউয়ে বেসামাল দেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। পরিস্থিতি সামাল দিতে টিকাকরণে জোর দিয়েছে মোদী সরকার। এর মধ্যেই টিকার দামের বৈষম্য নিয়ে মাথা চাড়া দিয়েছে বিতর্ক। টিকা ইস্যু নিয়ে আদালতের একাধিক প্রশ্নের মুখে কেন্দ্র। রাজ্য ও কেন্দ্রের ক্ষেত্রে টিকার দামে বৈষম্য কেন? কেনই বা কেন্দ্র নিজে দেশবাসীর জন্য ১০০ শতাংশ টিকা না কিনছে না? একইসঙ্গে কোন রাজ্য আগে টিকা পাবে আর কোন রাজ্য পরে তা কিসের ভিত্তিতে ঠিক করছে কেন্দ্র? সেই জবাবও তলব করল আদালত।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। এমন পরিস্থিতিতে টিকা, অক্সিজেন, জীবনদায়ী ওষুধ সহ একাধিক ক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা নিয়ে আগেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। সেই মামলাতেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আদালতের একাধিক চোখা প্রশ্নবাণের মুখে মোদী সরকার।
আদালতের মতে, টিকাকরণ প্রক্রিয়া নিয়ে চুড়ান্ত অব্যবস্থা চলছে। বণ্টন থেকে টিকার দাম পুরো মাত্রায় বৈষম্যে ভরা। এমন কী টিকা কেনার প্রক্রিয়াতেও রয়েছে ধোঁয়াশা। এদিন বিচারপতি রবীন্দ্র ভাট কেন্দ্রের কাছে জানতে চান, অন্যান্য দেশ অ্যাস্ট্রাজেনিকার টিকা যেখানে অনেক কম দামে পাচ্ছে সেখানে ভারতে তা এত দাম হওয়ার কারণ কী? একইসঙ্গে তিনি এও জানতে চেয়েছেন, একই টিকা কেন্দ্র ১৫০টাকায় পেলে রাজ্যকে কেন তাঁর জন্য ৩০০-৪০০ টাকা খরচ করতে হবে!
টিকাকরণের প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতির প্রশ্ন, Co-win বা আরোগ্য সেতুতে নাম নথিভুক্ত না করলে টিকা পাওয়া সম্ভব নয় বলেই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এদিকে দেশের সিংহভাগ নাগরিক স্মার্ট ফোনে অভ্যস্ত নন, পুঁথিগতভাবে শিক্ষিত নন। সেক্ষেত্রে তাঁরা কীভাবে নাম নথিভুক্ত করবেন জানতে চেয়েছে শীর্ষ আদালত।
Be the first to comment