আধার সংযোগের সময়সীমা বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। এর আগে ৩১ ডিসেম্বর ছিল আধার সংযোগের শেষ সময়সীমা। বুধবার তা বাড়িয়ে ৩১ মার্চ করার কথা ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। আজ এই নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জানুয়ারিতে এই নিয়ে চূড়ান্ত রায় দেওয়া হবে বলেও জানা গেছে।
প্রসঙ্গত, ব্যাঙ্ক আকাউন্ট, প্যান কার্ড, মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ড সংযোগ বাধ্যতামূলক বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এর আগে ব্যাঙ্ক আকাউন্টের সঙ্গে আধার সংযোগের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত ধার্য করা হয়েছিল। কিন্তু, বুধবার তা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়। মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণের সময়সীমাও বাড়ানো হল ৩১ মার্চ পর্যন্ত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি একে সিকরি, বিচারপতি এ এম খানউইলকর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি অশোক ভূষণের বেঞ্চ এই সিদ্ধান্ত নেন।
Be the first to comment