তিন তালাকের পর এবার বহুবিবাহ এবং নিকাহ হালালার সাংবিধানিক বৈধতা নিয়ে পর্যালোচনার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ সোমবার ৫ সদস্যের এক সাংবিধানিক বেঞ্চ এই মামলাটি পর্যালোচনার ক্ষেত্রে সম্মতি দেয়৷ উল্লেখ্য, নিকাহ হালালা ও বহু বিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হোক। সুপ্রিম কোর্টে এমনই আর্জি করেছিলেন নাফিসা খান। সেই মামলার শুনানিতেই সোমবার ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই মামলাটি পর্যালোচনার বিষয়ে সম্মতি দেয়৷
প্রসঙ্গত, ৭ মাস আগে ভারতে সংখ্যাগরিষ্ঠ বিচারপতিদের রায়ে তিন তালাক প্রথা অসাংবিধানিক বলে ঘোষণা করেছিল সুপ্রিম কোর্ট। নিকাহ হালালা-র অর্থ হলো তালাকের পর পুরোনো স্ত্রীকে ফিরে পেতে হলে দ্বিতীয় কোনও ব্যাক্তির সঙ্গে বিয়ে দিতে হবে তাঁর৷ দ্বিতীয় স্বামীর সঙ্গে সহবাসও করতে হবে ওই মহিলাকে৷ দ্বিতীয় স্বামীর মৃত্যু হলে বা তিনি ওই মহিলাকে তালাক দিলে ফের তার প্রাক্তন স্বামী নিকাহ করতে পারবেন প্রাক্তন স্ত্রীকে৷ এই ব্যবস্থাটি আদতে মহিলাদের জন্য অসম্মানজনক৷ আর তাই নিয়েই উঠেছিল বিভিন্ন প্রশ্ন৷
Be the first to comment