নির্বাচন কমিশনার নিয়োগে কেন্দ্রের হস্তক্ষেপের বিরোধিতা! সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

Spread the love

হঠাৎ ইস্তফা দিয়েছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। বর্তমানে জাতীয় নির্বাচন কমিশনে সদস্য মাত্র একজন, মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। লোকসভা নির্বাচনের ঠিক আগেই নির্বাচন কমিশনারের ইস্তফা নিয়ে শোরগোল শুরু করেছে কংগ্রেস। রবিবারই সূত্র মারফত জানা যায়, আগামী ১৫ মার্চ নতুন দুই কমিশনারকে নিয়োগ করা হবে। এরপরই আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কংগ্রেস। নতুন দুই জাতীয় নির্বাচন কমিশনারের নিয়োগ রুখতে শীর্ষ আদালতে আবেদন করল কংগ্রেস।

জানা গিয়েছে, কংগ্রেস সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে, নতুুন নির্বাচন কমিশনার আইনের ৭ ও ৮ ধারার অধীনে কেন্দ্রীয় সরকারকে যেন মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের নিয়োগ করা থেকে বিরত করা হয়।  অরূপ বারানওয়ালের রায় অনুযায়ীই যেন জাতীয় নির্বাচন কমিশনের সদস্যদের নিয়োগ করা হয়, তার আবেদনও জানান।

মধ্য প্রদেশের এক কংগ্রেস নেতা এদিন শীর্ষ আদালতের পূর্ববর্তী একটি রায়ের উল্লেখ করেই সরকারকে কমিশনার নিয়োগ করা থেকে আটকাতে পিটিশন দাখিল করেছেন। সূত্রের খবর, আগামী ১৫ মার্চ প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটি বৈঠকে বসতে চলেছে। ওই বৈঠকেই নতুন দুই নির্বাচন কমিশনার নিয়োগ করতে প্রার্থী বাছাই করা হবে এবং তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সুপারিশ করা হবে। কেন্দ্রের এই সিদ্ধান্ত আটকাতেই উদ্যত কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*