দেশে কোরোনা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কোরোনার সংক্রমণ রুখতে মহরমের শোভাযাত্রা করার অনুমতির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট। আবেদন খারিজ করার সময় শীর্ষ আদালত আজ জানায়, এমনটা হলে (অনুমতি দেওয়া হলে) দেশজুড়ে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হতে পারে।
পাশাপাশি, সংক্রমণের জন্য একটি নির্দিষ্ট সম্প্রদায়ের দিকে আঙুল ওঠার সম্ভাবনার আশঙ্কাও ব্যক্ত করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে শুনানিতে বলেন, আমরা যদি দেশজুড়ে এই শোভাযাত্রায় অনুমতি দিই, তবে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হতে পারে এবং কোরোনার সংক্রমণের জন্য কোনও একটি নির্দিষ্ট সম্প্রদায়কে দায়ি করা হতে পারে।
কিছুদিন আগেই রথযাত্রার উৎসব ছিল। অনেক টালবাহানার পর শুধুমাত্র পুরীতে জগন্নাথদেবের রথযাত্রার অনুমতি দিয়েছিল সুপ্রিম কোর্ট। তবে পুরী ছাড়া অন্য কোথাও রথযাত্রার আয়োজন করা যাবে না বলেও জানিয়েছিল শীর্ষ আদালত। রথযাত্রায় অনুমতি দেওয়ার প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন উত্তরপ্রদেশের সৈয়দ কালবে জাওয়াদ। আবেদন করেন, যাতে দেশজুড়ে মহরমের শোভাযাত্রার অনুমতি দেওয়া হয়। সেই সংক্রান্ত মামলারই শুনানি ছিল আজ।
বিচারপতি আরও বলেন, আমরা সবার স্বাস্থ্য এভাবে ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারি না । যদি আপনি কোনও একটি নির্দিষ্ট জায়গায় শোভাযাত্রার জন্য আবেদন করতেন, তবে সেক্ষেত্রে ঝুঁকির দিকটি মূল্যায়ণ করা যেত ।
পাশাপাশি, মহরমের শোভাযাত্রার অনুমতি চেয়ে রাজ্য সরকারগুলির তরফেও এ-বিষয়ে কোনও আবেদন করা হয়নি বলেও জানায় শীর্ষ আদালত ।
এরপর আবেদনকারী শুধুমাত্র উত্তরপ্রদেশের লখনউ শহরে শোভাযাত্রার অনুমতির জন্য আর্জি জানান । যুক্তি দেন, লখনউয়ে শিয়া সম্প্রদায়ের ধর্মাবলম্বী অনেক বেশি । তবে এ-বিষয়ে সুপ্রিম কোর্ট কোনও মত জানায়নি। বিষয়টি নিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করার কথা জানায় ৷
প্রসঙ্গত, এর আগে চলতি বছরের মার্চে দিল্লির নিজ়ামউদ্দিন এলাকায় তাবলিগি জামাতের এক জমায়েতে বিদেশ থেকে বহু মানুষ এসেছিল । এদের মধ্যে অনেকেই কোরোনা সংক্রমিত ছিলেন। যা নিয়ে বিতর্ক হয় ৷
Be the first to comment