রাফাল যুদ্ধবিমান চুক্তি নিয়ে আদালত নিয়ন্ত্রিত তদন্তের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কল এবং কে এম যোশেফের বেঞ্চ জানায়, ব্যক্তিদের অনুমান ও ধারণার ওপর কোর্ট নির্ভর করে না। এতে আদালতের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।
জেট কেনায় কোনও বাণিজ্যিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলা তাঁরা মনে করেন না। রাফাল চুক্তি নিয়ে আদালতের অধীনে তদন্তের দাবিতে মামলা করেছিলেন চারজন আবেদনকারী।
আইনজীবী এম এল শর্মা এবং বিনীত ধান্দা আবেদন করেছেন দুটি। তৃতীয়টি আপ নেতা সঞ্জয় সিংয়ের। চতুর্থ আবেদনটি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ শৌরী, যশবন্ত সিনহা এবং প্রশান্তভূষণ। আবেদনকারী প্রশান্তভূষণ বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায় সম্পূর্ণ ভুল। রাফাল নিয়ে প্রচার থামবে না। তাঁরা রিভিউ পিটিশন দায়ের করবেন।
Be the first to comment