বায়ুদূষণের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তাজমহল ৷ এদিকে পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহল সংরক্ষণে কেন্দ্রও ছিল উদাসীন ৷ তা নিয়ে একাধিকবার সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্র ৷ অবশেষে দীর্ঘ টালবাহানার পর তাজমহলের সংরক্ষণের জন্য কেন্দ্রের তরফ থেকে চূড়ান্ত প্রস্তাব পাঠানো হল সুপ্রিম কোর্টে ৷ কেন্দ্রের প্রস্তাব গ্রহণ করেছে দেশের সর্বোচ্চ আদালত ৷
অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, তাজ ট্রাপেজিয়াম জোন(TTZ)-র সভাপতি, পরিবেশ এবং বনবিভাগ মন্ত্রকের যুগ্ম সচিব যৌথভাবে তাজমহল সংরক্ষণের বিষয়টির দিকে নজর রাখবেন ৷ তারাই তাজমহল সংরক্ষণের বিষয়টি নিয়ে দেখভাল করবেন ৷ কিছুদিনের মধ্যেই তাজমহল সংরক্ষণের জন্য সুপ্রিম কোর্টে তাঁরা ফাইল এফিডেভিট করবেন বলে জানা গিয়েছে ৷
শুধু তাঁরা দু’জনই নন ৷ এছাড়াও আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেলও তাজমহলের সংরক্ষণ নিয়ে কাজ করবেন ৷ স্থাপত্যটির সংরক্ষণের জন্য তিনিও সুপ্রিম কোর্টে ফাইল এফিডেভিট করবেন। সুপ্রিম কোর্টের তরফ থেকে কেন্দ্রের এই প্রস্তাবও গ্রহণ করা হয়েছে ৷
আইফেল টাওয়ারের থেকেও সুন্দর তাজমহল ! পৃথিবীর সপ্তম আশ্চর্যকে চাক্ষুষ করতে বিদেশি পর্যটকদেরও আনাগোনা যথেষ্ট ৷ যার মাধ্যমে ভারতে বিদেশি মুদ্রা আয়ের পরিমাণও বাড়ছে ৷ কিন্তু সেই তাজমহলের রক্ষণাবেক্ষণ নিয়েই দেশের সর্বোচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে ৷ সেই মামলা প্রসঙ্গেই সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়ে কেন্দ্র ৷ বিচারপতি মদন বি লোকুর ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চের মন্তব্য করেছিল, ‘হয় তাজমহল বন্ধ করা হোক, অথবা এটিকে পুরোপুরি ধ্বংস করে নতুন করে পুনরূদ্ধার করা হোক ৷’ সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েই অবশেষে দীর্ঘ টালবাহানা পেরিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল কেন্দ্র।
Be the first to comment