
রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ বৃহস্পতিবার এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার রায়দান করবে সুপ্রিম কোর্ট। বাংলার ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে যেতে পারে আজই।
এর আগে ২০১৬ সালের এসএসসি-র পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একসঙ্গে চাকরি হারিয়েছিলেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছিল দেশের শীর্ষ আদালতে। দীর্ঘদিন ধরে চলেছে সেই মামলার শুনানি।
বৃহস্পতিবারই জানা যাবে কলকাতা হাইকোর্টের রায়ে যে ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল সেই রায়ই বহাল থাকবে, না শুধু মাত্র অযোগ্যদের বাছাই করে তাদের চাকরি বাতিল করা হবে তা নিয়ে রায় দেবে দেশের সুপ্রিম আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার সকাল ১০.৩০ নাগাদ রায় দান করতে পারে সুপ্রিম কোর্ট। ফলে আজ গোটা বাংলার নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে গত ১০ ফেব্রুয়ারি শুনানি শেষ হয়েছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। সব পক্ষের কথা শোনার পর রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। অবশেষে আজ সেই মামলার রায়দান হতে চলেছে।
প্রসঙ্গত, দীর্ঘ শুনানির পর গত বছর এপ্রিল মাসে এসএসসি দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেন। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম-দশম, একাদশ-দ্বাদশ মিলিয়ে গোটা প্যানেলই বাতিল করে দেন বিচারপতিরা। সব মিলিয়ে প্রায় ২৬ হাজার জনের চাকরি সংকটে পড়ে যায়।
বাধ্য হয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও যান শীর্ষ আদালতে। শুনানি শুরু হয় তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে। চন্দ্রচূড় অবসর নেওয়ার পর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও সঞ্জয় কুমারের বেঞ্চেও এই মামলার একাধিক শুনানি হয়। বৃহস্পতিবারই সেই মামলারই রায়দান হতে চলেছে বলেই আশা করছে সকলে।
Be the first to comment