২৪ ঘণ্টার মধ্যে দু’বার হ্যাক হল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট

Spread the love

ফের হ্যাক হল সুপ্রিম কোর্টের ওয়েবসাইট। ব্রাজিলের পর এবার বাংলাদেশি হ্যাকাররা এই কাজ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রথম ২৪ ঘণ্টার মধ্যে দু’বার হ্যাক হল শীর্ষ আদালতের ওয়েবসাইট। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিশেষ সিবিআই আদালতের বিচারক বি এইচ লোয়ার মৃত্যু নিয়ে সিট তদন্তের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তার কিছুক্ষণের মধ্যেই হ্যাক হয়ে যায় সুপ্রিম কোর্টের ওয়েবসসাইট। তখন ওয়েবসাইট খুললেই দেখাচ্ছিল – hacked by High Tech Brazil HackTeam লেখাটি । 

প্রসঙ্গত, বিচারপতি লোয়ার মৃত্যু তদন্ত নিয়ে মামলার রায় ঘোষণার পর ওয়েবসাইট খোলা যায়নি। অভিযোগ, তা সত্ত্বেও আইনমন্ত্রী রবিশংকর প্রসাদের কাছে পৌঁছে যায় এই মামলার প্রতিলিপি। কীভাবে পেলেন তিনি ওই প্রতিলিপি তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*